রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস ঘিরে ব্যপক প্রস্তুতি

9

॥ স্টাফ রিপোর্টার ॥

সোমবার সারাদেশে পালিত হতে যাচ্ছে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’। দিবস পালনের জন্য দিনব্যপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা নিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাঙামাটি জেলা লিগাল এইড অফিস।

রাঙামাটিতে ২৮ এপ্রিল সকাল ৮.৪৫ মিনিটে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করবেন জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম। পরে সবাল ৯টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে আদালত ভবনে অনুষ্ঠিাত হবে আলোচনা সভা।

জাতীয়ভাবে এবারে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপস করো ভাই, লিগাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই’। ইতোমধ্যে এই প্রতিপাদ্যসহ দিবসটি পালনে সকল পক্ষের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য জেলা লিগাল এইড কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আশা করা হচ্ছে জেলার সকল বিচারক, আইনজীবী, প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে ব্যাপকভাবে উপস্থিত থাকবেন।

দীর্ঘ ১৬ বছর দেশে বিরাজমান বৈরি সময় অতিক্রান্ত হওয়ার পর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরীর যে আকাক্সক্ষা সৃষ্টি হয়েছে তার পর প্রথমবারের মতো জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে। তাই দিবসটি পালনে এবার সরকারের আইন মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, এ ক্ষেত্রে পিছিয়ে থাকতে চায়না রাঙামাটি জেলাও।

দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র এক স্মারকে বলা হয়েছে, ‘আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা/সেমিনার, প্রচারণামূলক সামগ্রী বিতরণ বা পোস্টারিং, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার। জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা লিগ্যাল এইড কমিটি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এসব অনুষ্ঠান বাস্তবায়ন করবে।

দিবসটির অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক সংগঠন, এনজিও, সংশ্লিষ্ট থানা, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। অনুষ্ঠানসমূহ বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’র পক্ষ থেকে সংযুক্ত বিবরণ অনুসারে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ সরকারি প্রচলিত বিধি-বিধান এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৮ অনুসারে ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

প্রসঙ্গত, সরকারী খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থা’র অধীনে মার্চ ২০২৫ পর্যন্ত ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচার প্রার্থীকে আইনি সেবা দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) মাধ্যমে এ সেবা দেয়া হয়ে থাকে।