রাঙামাটি-চট্টগ্রাম সড়কে অটোরিক্সা পিকআপ সংঘর্ষে ৬ জন নিহত, আহত ১

6

\ মোঃ ওমর ফারুক \
রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া ইউনিয়নের ঢেকির বাগান এলাকায় (২৬ এপ্রিল) শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাঠবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন, পরে হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়। তারা সকলেই অটোরিক্সার যাত্রী ছিল। ঘটনায় আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার কিছু পরে চট্টগ্রামমুখী কাঠবোঝাই পিকআপ ভ্যান (চট্টমেট্টো-ন-১১-৬৪৯২) এবং বেতবুনিয়া থেকে আসা যাত্রীবোঝাই সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১১-৯১৭১) ঢেকির বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালেও আরো তিনজন মারা যায়।
নিহতরা হলেন, রাউজান ডালারমুখ ৯নং ওয়ার্ডের বাসিন্দা সিএনজি চালক তোরাব আলী (৫০), বেতবুনিয়া মনারটেক ৮নং ওয়ার্ডের বাসিন্দা নুরনাহার বেগম (৪০), এবং হাটহাজারী ইছাপুর ছত্তারঘাট এলাকার বাসিন্দা ইউসুফ চৌধুরী (৬০), জয়নাল আবেদীন (৬০) সুলতান পুর, রাউজান ও ইজাদুল (২৫) হাসনাবাদ, সীতাকুÐ বলে জানা গেছে। বাকি একজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, প্রশাসনের তথ্যমতে তিনি একজন মারমা যুবতি।
ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ইছাহক।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন, পুলিশ কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে এবং এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বলেন, রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। জেলা প্রশাসন এ পর্যন্ত ৫ জনের নাম পরিচয় নিশ্চিত হতে পেরেছে। তবে অজ্ঞাতনামা এক মারমা নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে।