জয়নাল মুন্সীর মুত্যুতে ইমাম সমিতির শোক

7

\ স্টাফ রিপোর্টার \
কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী ছিদ্দিক-ই-আকবর (রা:) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদারের শ্বশুর ও বেতছড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইসহাক সাহেবের পিতা, জয়নাল আবেদিন মুন্সী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৭ এপ্রিল) ভোর ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, পাঁচ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ও মাজলিসুল মুফাসসিরিন রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মাওলানা এবিএম তোফায়েল উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।