রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

6

।।মেহেদী ইমাম।।

দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই এই প্রতিপাদ্যে রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির ব্যবস্থাপনায় রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সম্মানিত বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মাহাবুবুর রহমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ মালিক আল আমিন সাদি, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ.স.ম শহীদুল্লাহ কায়সার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত জাহান পুনম, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম জান্নাতুল আদন শিরিন।

অতিথি সারিতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার ইসমাইল হোসেন, রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান, জেলা আইনজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর প্রতীম রায় পাম্পু, জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহমেদ ও দুলাল কান্তি সরকার, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, মানবাধিকার সংগঠন, এনজিও, সংশ্লিষ্ট থানা, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

আইনগত সহায়তাপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মানিক বড়ুয়া ও প্রজ্ঞাশ্রী চাকমা।

সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড হচ্ছে সমাজের বঞ্চিত ও অবহেলিত মানুষের আস্থার জায়গা। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারন মানুষ অনেক সহজ ভাবে বিনা খরচে আইনগত সহায়তা পাচ্ছে।

এর আগে আদালত ভবন চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোদন করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম ও  নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের সম্মানিত বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মাহাবুবুর রহমানসহ অন্যান্য অতিথিরা। উদ্বোদনের পরপরই দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক হ্যাপীর মোড় ও বনরুপা হয়ে পূনরায় আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে অতিথিরা শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।