রাঙ্গামাটিতে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

7

।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত।।

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুলাই) মাগরিবের নামাজের পর এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগটি নিউ রাঙ্গামাটি জামে মসজিদ থেকে শুরু হয়ে মাছ বাজার প্রদক্ষিণ করে বাস স্টেশনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল আলীম, জামায়াতের ২৯৯ নং আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ, জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মো. মানছুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবদুস সালাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি শহীদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মো. মাইনুদ্দিন, পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার, পৌর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট রহমত উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, পৌর শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, ১ নম্বর ওয়ার্ড সভাপতি মো. রমজান আলী, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জয়নাল আবেদীনসহ দলীয় নেতাকর্মীরা।

গণসংযোগ চলাকালে জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ ১ ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ ও দোকানদারদের সাথে সরাসরি কুশল বিনিময় করেন।
তিনি বলেন, জনগণের দোয়া ও সমর্থনই আমাদের শক্তি। আমরা চাই একটি ইনসাফভিত্তিক সমাজ, যেখানে ইসলামি আদর্শে শান্তি, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য। তিনি নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের প্রতি দোয়া ও সমর্থন কামনা করেন।