\ খাগড়াছড়ি প্রতিনিধি \
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৮ জুলাই) জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী মিজ শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার আদেশ দেওয়া হয়েছে।
এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখা হতে স্মারক নম্বর-২৯.০০.০০০০.২১৪.৯৯.০৮৬.২৪-৪৬ এর মাধ্যমে জারি করা হয়। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগের মুখ্য সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, চলমান তদন্ত কার্যক্রমের প্রেক্ষিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, পরিষদের ১৪ জন সদস্যের যৌথ অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে পরিষদের সদস্যদের অবমূল্যায়ন, বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ, স্বজনপ্রীতি, শিক্ষক বদলির নামে বাণিজ্য এবং বিল অনুমোদনে ঘুষ গ্রহণসহ একাধিক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জিরুনা ত্রিপুরাকে পরিষদের যাবতীয় কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আদেশের অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং উপদেষ্টা কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও প্রশাসনিক স্বজনপ্রীতির অভিযোগ উঠে।