নানিয়ারচরে উপজেলা নির্বাচন কর্মকর্তার বিদায় সংবর্ধনা

10

।। গোলাম মোস্তফা।।

রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ সকালে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহি অফিসারের অফিস কক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নানিয়ারচরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মকর্তার দায়িত্বকালীন সময়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আন্তরিকতা, নিষ্ঠা এবং জনবান্ধব প্রশাসনিক ভূমিকার কথা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কর্মস্থলেও তিনি একইভাবে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সকলে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন।

এদিকে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নানিয়ারচর উপজেলায় নতুন যোগদানকৃত উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তীকে বরণ করা হয়।