কাপ্তাই হ্রদে পানিবন্দি মানুষের পাশে পৌর জামায়াত

1

।। নিজস্ব প্রতিবেদক ।।

রাঙ্গামাটিতে বুধবার (২০ আগস্ট) বিকেলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দি হয়ে পড়া মানুষের খোঁজখবর নিয়েছে রাঙামাটি জেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পৌর জামায়াতের উদ্যোগে দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ২৯৯ নং আসনের রাঙামাটি জেলার মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. মনছুরুল হক, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. রূপম দেওয়ান, ডা. মৃণাল কান্তি চাকমা, বলপিয়া আদাম ও শশী দেওয়ানপাড়া সমাজ কমিটির সভাপতি উদয়ন চাকমা ও সেক্রেটারি অদ্যুৎজ্যোতি চাকমা, বন্দুকভাঙা গ্রামের কার্বারী হিরালাল চাকমা, ব্যবসায়ী আশিস চাকমা, জামায়াত নেতা সাজ্জাদুল ইসলাম, মো. জে আজম, মো. রমজান আলী, ডা. মুশফিকুর রহমান, মেঃ জামাল উদ্দিন প্রমুখ।

এসময় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের পাশে থেকে দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। জনগণের দুঃসময়ে জামায়াত ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।