রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

1

।। মেহেদী হাসান ।।

এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখা। সোমবার (২৫ আগস্ট) সকালে শহরের রিজার্ভ বাজারস্থ হোটেল নাদিশায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তানভীর আরিফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবিরের রাঙামাটি জেলা সভাপতি রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা প্রচার সম্পাদক জালাল উদ্দিন।

কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন আমাদের জন্য অনুপ্রেরণার। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত হবো।

প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম তাঁর বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। মেধার সঠিক মূল্যায়ন না হলে রাষ্ট্র মেধাশূন্য হয়ে পড়বে। তাই মেধাবীদের সম্মান জানানো অত্যন্ত জরুরি।