তিন পার্বত্য যুগ্ম জেলা জজদের আইনি নোটিশ

639

DR PHOTO

ডেস্ক রিপোর্ট , ৭ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার যুগ্ম জেলা জজদের মামলা পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে আইন মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য জেলার প্রশাসকসহ সংশ্লিষ্টদের একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু ডাকযোগে এ নোটিশটি পাঠান। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নোটিশের যথাযথ জবাব না পেলে উচ্চ আদালতে একটি রিট আবেদন করবেন বলে জানিয়েছেন ওই আইনজীবী। নোটিশে উল্লেখ করা হয়েছে, এই তিন জেলার যুগ্ম জেলা জজগণ পারিবারিক আদালতের মামলাগুলো দেওয়ানি মামলা হিসেবে গ্রহণ করে বিচারকাজ পরিচালনা করছেন। নোটিশে এই প্রক্রিয়াকে অবৈধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে রাঙামাটি আদালত সংশ্লিষ্ট দপ্তরে খবর নিয়ে জানা গেছে এ বিষয়ে তারা এখনও অবগত হননি। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ বিষয়ে জানান, পার্বত্য জেলায় এ ধরণের মামলা দেওয়ানি কার্যবিধির আওতায় পরিচালনা করতে আইনি কোনো বাধা নেই।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান