খাগড়াছড়ি প্রতিনিধি- ২৪ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক মৌজার পজার টিলায় এক পাহাড়ির জায়গা অবৈধভাবে দখল করে দীর্ঘ দিন বসবাসের পর ছেড়ে দেওয়ার অঙ্গিকার করেছে তিন পরিবার। বিচারে দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার অঙ্গিকার করেন দখলকারী তিন পরিবার। তার মধ্যে দুই পরিবার ঐ জায়গা ছেড়ে দিলেও অঙ্গিকার ভঙ্গ করে এখনো দখলে রয়েছে কোহিনুর বেগম নামের এক নারী।
জানা যায়, জায়গাটি দীর্ঘ দিন ধরে কৌশলে দখল করার পর আদালতে মামলা হয়। এক পর্যায়ে স্থানীয় ভাবে একটি আপোষ মিমাংসার পর্যায়ে আসে। বিচারে দখলকৃত জায়গা ছেড়ে দেওয়ার অঙ্গিকার করে দুই পরিবার ঐ জায়গা ছেড়ে দিলেও অঙ্গিকার ভঙ্গ করে কোহিনুর বেগম।
জায়গার মালিক কুমিন্দ্র কুমারের অভিযোগ, তাকে বিভিন্ন ধরণের হুমকি ধমকি দেয়া হচ্ছে। অভিযোগ জানা যায়, রামগড় উপজেলাধীন ২০৯ নং বড়পিলাক মৌজার ১১৬নং হোল্ডিং ৯২ নং খতিয়ানের আন্দরে ৬০নং দাগের কিছু অংশ জায়গা এ নারী দখল কওে রাখেন।
পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান