ঢাকা ব্যুরো অফিস, ৪ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি(প্রেস বিজ্ঞতি) : আগামী ৮ মার্চ ২০১৬ আন্তর্জাতিক নারী দিবস। এ দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আগামী কাল ৫ মার্চ শনিবার বিকাল ৩:৩০মিনিটে সিরডাপ মিলনায়তনে সিডও বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি, ইউএন উইমেন, বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন সুসান হান্টার এবং ইউনিসেফ বাংলাদেশের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট চিফ নেহা কাপিল।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম।
সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান