৭ মার্চ ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণার দাবি

465
ছবি- শামীমুল আহসান
ছবি- শামীমুল আহসান

 ঢাকা ব্যুরো অফিস, ৬ মার্চ ২০১৬, দৈনিক রাঙামাটি : জয় বাংলা মুক্তিযোদ্ধা ও প্রজন্ম সংসদ নামের একটি সংগঠন ৭ মার্চ বাংলাদেশের অভ্যুদয় দিবসকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে। গত ৫ মার্চ জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির মহাসচিব শামসউদ্দিন আজাদ বলেন, ৭ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। তাই বাংলাদেশের ভূমিষ্ট দিবসও বলা হয় এই দিনটাকে। যেহেতু ২৬শে মার্চ বিগত ৪৫ বছর স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে, তাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিবস হিসেবে ৭ই মার্চ বাংলাদেশ দিবস পালন করা উচিৎ।

তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মাস মার্চ। ১৯৭১ সালে এ মাসেই বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের বিশ্ব মানচিত্রে আবির্ভাব হয়েছিল। তাই এ মাসের প্রতিটি দিনই তাত্পর্যপূর্ণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্জুরুল হক সিকদার, শামসউদ্দিন আহমদসহ সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান