॥ মঈন উদ্দীন বাপ্পী ॥ রাঙামাটি পৌরসভা কর্মচারি পরিষদ নির্বাচনে সভাপতি পদে মাত্র দুইভোট তৈরি করে জয়ের ব্যবধান। এ কেএম বশির হোসেন সভাপতি পদে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রেজা পেয়েছেন ৩৩ ভোট। ৪৭ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাজু প্রসাদ দে তার প্রতিদ্বন্দ্বী রনজিত মালাকার পেয়েছেন ১৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন বেশ ব্যবধানে নির্বাচিত হন, তিনি পান ৩৯ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ছাবের আহম্মেদ পেয়েছেন ১৬ ভোট। সাংগাঠনিক সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিপ্লব তালুকদার, তার প্রতিদ্বন্দ্বী ছিদ্দিকুর রহমান পেয়েছেন ০৯ ভোট। প্রচার সম্পাদক পদে সন্তোষ কুমার দে ও রবিউল ইসলাম উভয়ই ৩০ ভোট পাওয়ায় তাদের মধ্যে লটারির মাধ্যমে সন্তোষ কুমারকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে সকালে উক্ত কর্মচারি পরিষদ নির্বাচনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, মনে রাখবেন নির্বাচনে যেই জিতে আসুক না কেন, সকলে এই প্রতিষ্ঠানের কর্মচারি। শুধু প্রতিষ্ঠানের কর্মচারীদের উন্নয়ন তথা সঠিক ভাবে কর্মচারী পরিষদ পরিচালনার জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা রাখি যেই নির্বাচিত হোক না কেন সকলে এ প্রতিষ্ঠানের স্বার্থে কর্মচারীদের কল্যাণে কাজ করবেন। জয়-পরাজয় আছে কিন্তু ভুলে গেলে চলবে না আপনারা সকলে এ প্রতিষ্ঠানটির পরিচালনা চাবিকাঠি। সকলে মিলে-মিশে একতাবদ্ধ হয়ে কাজ করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি। উল্লেখ্য এর আগে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন সনত কুমার বড়–য়া, অর্থ সম্পাদক পদে অপূর্ব বড়–য়া, দপ্তর সম্পাদক পদে নোবেল চাকমা বিজয়ী হয়েছেন।