পার্বত্য তিন জেলার উন্নয়নে ১২৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ

531

॥ নুরুল কবির ॥ পার্বত্য তিন জেলার উন্নয়নের জন্য অতিরিক্ত ১২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বার্ষিক সংশোধিত উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এই অতিরিক্ত বরাদ্দের জন্য আবেদন করেন। তাঁর এ আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওই অতিরিক্ত টাকা বরাদ্দ প্রদান করেছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ বরাদ্দ দেওয়া হয়। জানা যায়, তিন পার্বত্য জেলার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের তিনটি উন্নয়ন সহায়তা খাতে মূল এডিপিতে ২৫০ কোটি টাকা বরাদ্দ ছিল। যা অপর্যাপ্ত হওয়ায় ওই এলাকায় উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বান্তবায়নের লক্ষ্যে আরএডিপি’তে আরও ১২৫ কোটি টাকা চাওয়া হয়। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস সাদেক হোসেন চৌধুরী জানান, প্রতিমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পাহাড়ের উন্নয়নে আরও ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছেন।

বীর বাহাদুর উশৈসিং বান্দরবান ৩০০ নম্বর আসনে ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দায়িত্বপালনকালে তিনি ৩ পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করেছেন।