বিলাইছড়িতে কৃষকদের ফল চাষের কলাকৌশল প্রশিক্ষণ

472

 

p..2

॥ স্টাফ রিপোর্টার॥ বিলাইছড়ি উপজেলায় জেলা পরিষদের মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায় এবং কৃষি সম্প্রসারণের সহযোগিতায়  উপকারভোগী ৭২টি পরিবারের কৃষক-কৃষানীদের ফল চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভমঙ্গল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ বিভাগের উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার, ৩ নং ফারুয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজলা সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখনও অনেক পতিত জমি রয়েছে। সেখানে সঠিক ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে ফল ও ফলদ বৃক্ষের বাগান স্থাপন করে পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ রয়েছে। এতে ফল উৎপাদন বৃদ্ধি পাবে যা এ জেলার বসবাসরত মানুষের দারিদ্র্য বিমোচনে বিরাট অবদান রাখবে। প্রশিক্ষণ শেষে চাষীদের মাঝে ফরজ চারা বিতরণ করা হয়।