৯ অক্টোবর থেকে জয়নুল গ্যালারিতে শামীমুল আহসানের একক আলোকচিত্র প্রদর্শনী ‘নৈসর্গের লীলাভূমি রাঙামাটি’

535
ছবিটি রাঙামাটির সাজেক থেকে তোলা
ছবিটি রাঙামাটির সাজেক থেকে তোলা

ঢাকা ব্যুরো অফিস- ১৮ সেপ্টেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি: রাঙামাটি হোক বিশ্ব পর্যটনদের লীলাভূমি- এই স্লোগান নিয়ে পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির পর্যটন শিল্প উন্নয়নের লক্ষ্যে দৈনিক রাঙামাটি পত্রিকার আয়োজনে জাতীয় পর্যায়ে নিয়মিত অনুষ্ঠান আয়োজন করেছে। এরই ধারাবাহিদতায় আগামী ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০১৬, পর্যন্ত বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপি আয়োজন করতে যাচ্ছে ‘নৈসর্গের লীলাভূমি রাঙামাটি’ শীর্ষক- শামীমুল আহসানের তোলা ছবির একক আলোকচিত্র প্রদর্শনী।

৯ অক্টোবর রবিবার বিকাল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রি আ.ক.ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলে জানানো হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করবেন ২১শে পদক প্রাপ্ত, দেশ বরেণ্য কথা সাহিত্যিক, বাংলাদেশ শিশু একাডেমির মাননীয় চেয়ারম্যান সেলিনা হোসেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর মহাসচিব- ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি- শাবান মাহমুদ, ফটোগ্রাফিক ইনিস্টিটিউট ‘প্রিজ্ম’র পরিচালক ও আলোকচিত্রণ শিক্ষক-লেখক, রফিকুল ইসলাম। এছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উম্মুক্ত থাকবে।

শামীমুল আহসান দৈনিক রাঙামাটি পত্রিকার ঢাকা ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার। একই সাথে তিনি একজন পেশাদার আলোকচিত্র শিল্পী। ১৯৮৮ সালে তিনি সাংবাদিকতায় আসেন। পরে বিনোদন সাংবাদিকতার প্রয়োজনে ১৯৯৭ সালে বিপিআই থেকে আলোকচিত্রণ শিল্পের উপর প্রশিক্ষন প্রাপ্ত হন। ২০০০ সালে আলোকচিত্রণ শিক্ষক রফিকুল ইসলাম পরিচালিত ‘প্রিজ্ম’ ইনিস্টিটিউট থেকে ফটোসাংবাতিকতার উপর দুই বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন।

২০০৩ সালে ডিবেট ফর ডেমোক্রেসির একটি অনুষ্ঠানে পার্বত্য জেলাসদর রাঙামাটি গিয়ে সেখনকার প্রকৃতির মায়ায় পরেন। ২০১৪ সালে দৈনিক রাঙামাটির ঢাকা ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে  যোগদান করেন। এই সময়ের মধ্যে তিনি পেশাদার কাজের প্রয়োজনে আবার নিজ উদ্বোগে বার বার রাঙামাটির প্রকৃতির উপর ছবি তোলেন।

প্রদর্শনীতে তার তোলা ছবির ১০১টি ফ্রেমে মোট ১২১টি ছবির প্রদর্শন করা হবে। সবগুলো ছবি পার্বত্য জেলা রাঙামাটি সদরের পুরামোন পাহাড়, বড়দা পহাড়, কাপ্তাই উপজেলার কর্নফুলি নদির তীর, শুভলং ও লংগদু লেক, ঝুড়াছড়ি ও বাঘাই ছড়ি উপজেলার মনোরম সাজেক পহাড় থেকে তোলা। ছবিগুলোতে রাঙামাটির নৈসর্গীক সৌন্দর্যের পাশা পামি পার্বত্য উপজাতি সম্প্রদায়ের জীবন জাপনের চিত্র তুলে আনার চেষ্টা করা হয়েছে।