স্টাফ রিপোর্টার- ২২ অক্টোবর ২০১৬, দৈনিক রাঙামাটি : রাঙামাটি শহর থেকে ওয়ারেন্টভূক্ত দুই আসামীসহ ইয়াবা ব্যবসায়ি দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১২টার সময় শহরের পৃথক পৃথক স্থান থেকে এই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই লিমন বোস। তিনি জানিয়েছেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ এর নির্দেশে এসআই সৌরজিৎ, এএসআই কাউছার ও কনষ্টেবল বাপ্পি’র নেতৃত্বে পুলিশের একটি দল শহরের কলেজ গেইট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মাদক বিক্রেতা শফিকুল ইসলাম(৩০) পিতা- রশিদ আহমেদ, সাং-ভেদভেদি মুসলিম পাড়া, ও আশরাফুল (২০) পিতা- আব্দুল গনি,সাং-আমানতবাগ, কলেজ গেইটকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩০পিছ ও ২০পিছ করে মোট ৫০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই লিমন বোস।
অপরদিকে চুরির মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শহরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা বাদশা ও মাদকের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী পাবলিক হেলথ এলাকার বাসিন্দা সোহেলকে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি টিম। আটককৃতদের বিরুদ্ধে জিআর মামলায় ওয়ারেন্ট জারি হওয়ার পর থেকেই আসামীরা পলাতক ছিলো বলে জানিয়েছে পুলিশ।
বরকল থেকে চোলাই মদসহ ৪ জন আটক
বরকল প্রতিনিধি- বরকল উপজেলা সদর ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোনের টহল দল ও সুবলং সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে তল্লাসী চালিয়ে বৃহষ্পতিবার পৃথক পৃথক ভাবে দুটি দেশীয় ইঞ্জিন চালিত ট্রলার বোট থেকে ২৭ বোটল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ১০ বোটল দেশীয় চোলাই মদ সহ ৪জন কে আটক করা হয়।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়- বৃহষ্পতিবার সকালে সীমান্তবর্তী ছোটহরিণা থেকে রাঙামাটি গামী একটি ট্রলার বোট উপজেলা সদর জোন ঘাটে থাকা অবস্থায় বিজিবি জোনের টহল দল তল্লাসী চালিয়ে বোটের নিচ থেকে অফিসার চয়েস নামে ২৭ বোটল ভারতীয় মদ মালিক বিহীন অবস্থায় উদ্ধার করে।
এর পরে বিকালে রাঙামাটি হয়ে জুরাইছড়িগামী ট্রলার বোটটি সুবলং সেনাবাহিনীর সাব জোনের ঘাটে আসলে সেনাবাহিনী ও পুলিশ তল্লাসী চালাই এতে ১০ বোটল দেশীয় চোলাই মদ সহ চার জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলেন- রাঙামাটির কল্যাণপুর এলাকার বাসিন্দা মৃত অমলেন্দু চাকমার পুত্র তাপস চাকমা (২৭) জুরাইছড়ি শিলছড়ি এলাকার বাসিন্দা দুঙু বাপ চাকমার পুত্র বাবুল চাকমা (৩৩) জুরাইছড়ির ঘিলাতুলির বাসিন্দা লক্ষীন্দ্র লাল চাকমার পুত্র জ্যোতি রায় চাকমা (৫২) ও জুরাইছড়ির চটপটি ঘাট এলাকার বাসিন্দা মৃত শান্তি আসামের পুত্র বিজয় আসাম (৪৫)।
বরকল মডেল থানার এসআই জীবন রায় চৌধুরী ভারতীয় মদ ও দেশীয় চোলাই মদ সহ ৪জন কে আটক করার বিষয়টি স্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান