বান্দরবানে প্রথমবারের মতো ৮ নারী কারবারী

671

 

bandorban-karbari॥ বান্দরবান প্রতিনিধি ॥ নারীর ক্ষমতায়ন, উন্নয়ন, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলায় প্রথমবারের মত আট পাহাড়ি নারীকে কারবারী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে জেলার রোয়াংছড়ি উপজেলার ৩৪০নং তারাছা মৌজার হেডম্যান উনিহ্লা তার নিজ বাসভবনে অস্থায়ী কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপ্রাপ্তরা হলেন  রোয়াংছড়ি উপজেলার লেমুঝিড়ি পাড়ার প্রু মে চিং মারমা, বৈদ্য পাড়ার উ ম্যা নু মারমা, লাতাঝিড়ি পাড়ার নু মে প্রু, নোয়াপতং নিজ মুখ পাড়ার ক্য ম্রা উ মারমা, তংপ্রু পাড়ার হ্লা মে থুই মারমা, তালুকদার পাড়ার থোয়াই চিং মারমা, নোয়া পাড়ার সা মে প্রুমারমা এবং হাংসামা পাড়ার শৈ ঞাং প্রু মারমা । এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী ডনাই প্রু নেলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। এদিকে নিয়োগপ্রাপ্ত ৮ নারী গ্রামপ্রধান গ্রামের সামাজিক বিচার, জুম খাজনা আদায়, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন বলে জানিয়েছেন হেডম্যান উনিহ্লা।