কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে সেগুন কাঠ উদ্ধার

423

 

timber-pic-2
॥ কাউখালী সংবাদদাতা ॥ রাঙামাটির কাউখালী উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে কচুঁখালী এলাকা হতে ২৬০ ফুট সেগুন কাঠ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
খাসঁখালী বন রেঞ্জ সুত্রে জানা যায়, কাউখালী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও বনবিভাগ খাঁসখালী  রেঞ্জের যৌথ অভিযান চালিয়ে উপজেলার কচুঁখালী এলাকায় ঘাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান থুইমং মার্মার স’ মিল থেকে ২৬০ ফুট সেগুন কাঠ জব্দ করে।
এ ব্যাপারে খাসঁখালী রেঞ্জ অফিসের বিট কর্মকর্তা মো: নূর হোসেন জানান, আটক এ সেগুন গাছের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। তবে কাউকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে একটি মামলা করা হবে বলে তিনি জানান।