॥ কাউখালী প্রতিনিধি ॥ কাউখালী উপজেলার একমাত্র মডেল স্কুল পোয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
রোববার সকালে বিদ্যালয়টির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১৩৮ কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক জিয়াউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা।
বিশেষে অতিথি ছিলেন সহকারী প্রথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা। বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব, ইউপি সদস্য মো: রফিক, কনিষ্ঠ বড়ুয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রকাশ চন্দ্র দাশ প্রমূখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক উশিমা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক উশিচিং মারমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য নির্মল কান্তি দাশ, মহিলা সদস্য স্মৃতি চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রোকেয়া বেগম, মিন্টু কান্তি দে, বিলকিছ আক্তার, তপন তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগে বিজয়ী, প্রথম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং সুন্দর হাতের লেখা অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় চলতি বছর জিপিএ-৫ ও মেধাবৃত্তি পাওয়া ১৮ কৃতি শিক্ষার্থিকে সংবর্ধনা ও সম্মাননা পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দ।