রাঙামাটিতে গৃহবধূর ঝুলন্ত লাশ রেখে স্বামীর পলাতক

585

OLYMPUS DIGITAL CAMERA

॥ স্টাফ রিপোর্টার ॥ রাঙামাটি শহর থেকে নাজমা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর কার্যালয় সংলগ্ন বক্ষব্যাধী হাসপাতাল এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ওই দম্পতি স্বামী-স্ত্রী পরিচয়ে কয়েকদিন আগে রাঙামাটিতে এসে পৌর কার্যালয় সংলগ্ন জনৈক সিরাজ এর ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে বলে জানিয়েছে স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, কিভাবে এ ঘটনা হয়েছে আমরা জানি না। ওই দম্পতি এ এলাকায় বসবাস করছে পাঁচদিন ধরে। নিহত নাজমার স্বামীকে সকালে ঘরের দরজা বন্ধ করে চলে যেতে দেখা গেছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানিয়েছেন, স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে খবর পেয়ে থানার এসআই মো: নাজমুল এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহটি নীচে নামায়।

তিনি জানান, ঘটনাস্থলে একটি ব্যাগের ভেতর থেকে মেয়েটির জাতীয় পরিচয় পত্র ও একটি যৌথ হলফনামা উদ্ধার করে পুলিশ। উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, আমরা লাশটির ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। এই ঘটনায় আপাতত ইউডি মামলা দায়ের করা হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট অনুসারে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, গোসলখানার চালের কাঠের খুটির সাথে গলায় জর্জেটের ওড়না পেঁছানো অবস্থায় নাজমার লাশ ঝুলানো ছিলো। এসময় তার পা ফ্লোরের সিড়ির সাথে লাগোয়া অবস্থায় ছিলো।