॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙ্গামাটি জেলা হতে বদলীর আদেশ প্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল-কে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর ) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সহকারী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মাহবুব-উন-নবীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।