বিপিএলে কে কোন দলে খেলছেন দেশি বিদেশি তারকারা

521

bpl-logo

<<স্পোর্স ডেস্ক>>অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছে ৮ নভেম্বর। সব প্রস্তুতি থাকার পরও নির্দিষ্ট সময় মাঠে গড়ায়নি পবপিএল এর বল। প্রকৃতি বাঁধ সাধায় ৪ নভেম্বর পরিবর্তন করে ৮ নভেম্বর (মঙ্গলবার) থেকে নতুন সি্ডউল অনুযায়ী শুরু হয়েছে এই উন্মদনাময় ক্রিকেট।

প্রথম দিনের প্রথম খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে 31 রানে জয় পায় তামিমের চিটাগাং ভাইকিংস।

এর আগে শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় প্লেয়ার ড্রাফট। ১৪৬ দেশি খেলোয়াড় এবং ১৬৮ জন বিদেশি খেলোয়াড়ের মধ্য থেকে দলগুলো বেছে নিয়েছে তাদের পছন্দের খেলোয়াড়দের।

অবশ্য আগেই বেশ কয়েকজন খেলোয়াড়কে দলভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজরা। এবার প্লেয়ার ড্রাফটে মূল কাজটাও সেরে ফেলল তারা। দলও গুছিয়ে ফেলেছে।

এবারের আসরে সাতটি দল অংশ নিচ্ছে। গতবারের পাঁচটি দলের সঙ্গে এবার নতুন ফ্র্যাঞ্চাইজ যুক্ত হয়েছে খুলনা টাইটানস ও রাজশাহী কিংস।

একনজরে দেখে নেওয়া যাক কারা আছেন কোন দলে

ঢাকা ডায়নামাইটস

বাংলাদেশি : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, ইরফান শুক্কুর, তানভীর হায়দার খান।

বিদেশি : কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্রাভো, এভিন লুইস, রবি বোপারা, সেকুগে প্রসন্ন, ওয়েইন পারনেল, উসামা মীর।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

বাংলাদেশি : মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ আল আমিন, নাজমুল হাসান শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাঈফউদ্দিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসিম উদ্দীন, সৈকত আলী, রাসেল আল মামুন।

বিদেশি : নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, খালিদ লতিফ, শাহজীব হাসান, জেসন হোল্ডার, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি।

চিটাগাং ভাইকিংস

বাংলাদেশি : তামিম ইকবাল, তাসকিন আহমেদ, এনামুল হক, আবদুর রাজ্জাক, শুভাশিস রায়, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন, জাকির হাসান, সাকলাইন সজীব, মোহাম্মদ শহীদুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, জুবায়ের হোসেন।

বিদেশি : শোয়েব মালিক, চতুরঙ্গা ডি সিলভা, ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, জীবন মেন্ডিস, টাইমাল মিলস, মোহাম্মদ নবী, গ্রান্ট এলিয়ট, ইমরান খান জুনিয়র।

রংপুর রাইডার্স

বাংলাদেশি : সৌম্য সরকার (আইকন), মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান।

বিদেশি : শহীদ আফ্রিদ, গিড্রন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্র সেনানায়েকে, গিহান রুপাসিঙ্গে, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শেহজাদ, দাসুন শানাকা।

খুলনা টাইটানস

বাংলাদেশি : মাহমুহউল্লাহ, মোশাররফ রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম, আরিফুল হক, মোহাম্মদ আবদুল মজিদ, অলক কাপালি, মোহাম্মদ হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, সাঈদুর রহমান, আবদুল হালিম।

বিদেশি : বেনি হাওয়েল, লেন্ডল সিমন্স, বেন লাফলিন, আন্দ্রে ফ্লেচার, জুনাইদ খান, নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, কেভন কুপার, মোহাম্মদ আসগর।

রাজশাহী কিংস

বাংলাদেশি : সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল হোসেন অপু, রকিবুল হাসান, আবুল হাসান রাজু, রনি তালুকদার, সালমান হোসেন, ইবাদত হোসেন।

বিদেশি : উপুল থারাঙ্গা, সামিথ প্যাটেল, ড্যারেন স্যামি, মোহাম্মদ সামি, মিলিন্দা সিরিবর্ধনা।

বরিশাল বুলস

বাংলাদেশি : মুশফিকুর রহিম, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, মনির হোসেন খান শাহরিয়ার নাফীস।

বিদেশি : কার্লোস ব্রাফেট, জশুয়া কব, দিলশান মুনাবিরা, মোহাম্মদ নওয়াজ।