নানিয়ারচরে অস্ত্রসহ আনন্দ চাকমা আটক

516
OLYMPUS DIGITAL CAMERA
॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুকুর মারা এলাকা থেকে আনন্দ চাকমা (৪৮) নামে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, তিনটি কার্তুজ, তিনটি মোবাইল, চাঁদা আদায়ের রশিদ এবং দুইহাজার ছয়শত টাকা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোমবার রাত ৩টায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, আটক আনন্দ চাকমা ১৭ দিন আগেও জেএসএসের অস্তধারী গ্রুপের সদস্য ছিল। পরে সে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র ওই উপজেলার কালেক্টর শান্তি দেব চাকমার অধীনে চাঁদা আদায়ে কাজ শুরু করে।

রাতে ওই এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। সূত্রমতে এ অভিযানের সময় ঘটনাস্থল থেকে অমিয় চাকমা, বিকাশ চাকমা ও বিভাস ওরফে সুমতি চাকমা পালিয়ে যায়।

আটক আনন্দ চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানায় খুনের আসামী এবং রাঙামাটির কুতুকছড়িতে অপটিক্যাল ফাইবার লাইন নষ্ট করার সাথে জড়িত। আটকের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে সূত্র জানিয়েছে।