জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণে সেমিনার

391

 

juraichori-pic

॥ স্মৃতি বিন্দু চাকমা ॥

বুধবার জুরাছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে ভোক্তা অধিকার বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন, জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চেীধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান রিটন চাকমা।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, ব্যাবসায়ী নেতৃবন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সেমিনারে আরো বক্তব্য রাখেন জুরাছড়ি থানার অফিসার ইনচার্য মোহাম্মদ আলমগীর জাহান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা ব্যাবসায়ী নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, বাজার তদারকি করার জন্য উপজেলা পর্যায়ে ৭ সদস্য বিশিষ্ট একটি মনিটরিং কমিটি রয়েছে, আমরা এই কমিটির মাধ্যমে ভোক্তদের অধিকার সংরক্ষণে এখন থেকে নিবিড়ভাবে কাজ করবো।

তিনি বলেন, অতিশীগ্রই ব্যাবসায়ী নেতাদের সঙ্গে দ্রব্য মূল্য নির্ধারণসহ পণ্যের ওজন, ইত্যাদি নিয়ে বসবো। এ সময় তিনি ব্যবসায়ীদের বলেন, বাজার তদারকির সময় খোঁজ নেওয়া হবে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদ উর্ত্তীণের পণ্য রয়েছে কিনা। বাজার তদারকির সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আরো বলেন, যদি কোন ব্যাবসায়ী অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় কিংবা ভেজাল মিশ্রিত পণ্যের মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদেরকে প্রতারিত করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ রাশেদ ইকবাল চেীধুরী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে বর্তমান সরকার ৬ এপ্রিল ২০০৯ তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রণয়ণ করেছেন। তাই এই আইনের প্রতি সম্মান রেখে সকল ব্যাবসায়ীদের ব্যাবসা পরিচালনা করার জন্য অনুরোধ জানান তিনি।

সেমিনারে আরো বক্তব্য রাখেন জুরাছড়ি থানার অফিসার ইনচার্য মোহাম্মদ আলমগীর জাহান। সেমিনারে মৎস্য কর্মকর্তা দীপন চাকমা জানান, উপজেলায় সঠিকভাবে বাজার তদারকি না হওয়ার কারনে কিছু অসাধু মাছ ও মাংস ব্যাবসায়ী সাধারণ ক্রেতাদের কাছে অনাহুতভাবে চড়া মূল্য দিয়ে মাছ, মাংস বিক্রি করছে। তিনি এ বিষয়ে প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করেন।