রাঙামাটিতে পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

492

sp-pic-23-11-16-month-4

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির নিউ পুলিশ লাইন্স সুখী নীলগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশের এ মাসিক কল্যাণ সভায় রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা.শফিকুল ইসলাম,বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুব-উন-নবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ আসলাম ইকবালসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় ডিআইজি পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।