মন্ত্রী আসলে রাস্তায় পট্টি লাগানোর প্রবণতা ত্যাগ করুন

272

p-5
॥ মোঃ হান্নান ॥

সড়ক ও সেতু মন্ত্রী এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেছেন, মন্ত্রী আসলে রাস্তায় পট্টি লাগানো হয়, চলে গেলেই সে পট্টি উঠে যায়।

এভাবে জোড়াতালি দিয়ে সড়ক সংস্কারের কোন মানে হয় না; এই প্রবণতা ত্যাগ করুন। দায়িত্বের প্রতি আন্তরিকতা রেখে জনগণের জন্যই কাজ করুন। কাজের মূল্যায়ন পাবেন, জনগণকে ধোকা দিবেন না। জনগণ যাতে সুন্দরভাবে চলাফেরা ও বসবাস করতে পারে সেজন্য সরকার আপনাদেরকে নিয়োগ করেছে।

সরকারের উন্নয়ন কর্মকান্ডকে অবেহলার চোখে দেখবেন না। জনগণের কথা আগে ভাববেন। নিজের প্রতি সৎ থেকে নিজেকে শতভাগ উজাড় করে কাজ করুন, জনগণই আপনার কাজের মূল্যায়ন করবে।

তিনি বলেন, মন্ত্রী আসছে বলে শুধু শুধু রাতারাতি ভাঙ্গা রাস্তায় পট্টি লাগিয়ে কতদিন ভালো রাখবেন? দুদিন পর সে পট্টিতো আপনা আপনি উঠে যাবে। মন্ত্রী উল্লেখ করেন পাহাড়ি অঞ্চলের মানুষ সহজ সরল, একবার বিগড়ে গেলে খবর আছে।

বুধবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌরসভা প্রাঙ্গনে গণসংবর্ধনা ও কর্মী সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি খাগড়াছড়ি-রাঙামাটির রাস্তা-ঘাটের দুর্দশার প্রতি ইঙ্গিত করে পার্বত্যাঞ্চলের প্রকৌশলীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।