শিক্ষক ও রেফারী পূর্ণ ত্রিপুরার অকাল প্রয়াণ

563

 

play

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রীড়াবিদ পূর্ণ কুমার ত্রিপুরা আর নেই। সোমবার রাতে রাঙামাটি মেডিকেল হাসাপাতালে তিনি অকাল মৃত্যু বরণ করেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর।

তিনি দীর্ঘ অনেকবছর ধরে রাঙামাটি রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি প্রধান শিক্ষক হিসেবে বসন্ত মঈন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

সোমবার দুপুরে চক্রপাড়াস্থ শ্বশানে তাকে দাহ করা হয়। রাঙামাটিতে বিনয়ী, ভদ্র ও সদা হাস্যোজ্জল মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে রাঙামাটিস্থ গর্জনতলীর বাড়িতে ঢল নামে বিভিন্ন

শ্রেণী-পেশার মানুষের। এসময় সবার মাঝে নেমে আসে শোকের ছায়া। পুর্ণ কুমার ত্রিপুরা স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বশে কিছুদিন ধরে ঘাড়ের ব্যাথায় ভুগছিলেন।