রাঙামাটিতে বিদ্যুৎ সপ্তাহ পালিত

464

p-2
॥ মঈন উদ্দীন বাপ্পী ॥

“শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকালে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি রাঙামাটি পৌরসভা চত্ত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয় ।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু শাহেদ চৌধুরী, বিদ্যুৎ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী চিং হ্লা মং মারমা, সহকারী প্রকৌশলী শোভন বমিক প্রমূখ ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মানজারুল মান্নান বলেন, জনগণের মাঝে বিদ্যুৎ সাশ্রয়ীর সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গেলে বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষকে আরো সক্রিয় হতে হবে।