রাঙামাটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস

623

eid-a-miladnabi-pic-09-12-16-1
॥ স্টাফ রিপোর্টার ॥

বিশ্ব মানবতার মুক্তির দিশারী আল্লাহর পেয়ারা রাসুল হযরত মোহাম্মদ (দঃ) শানে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী ঘিরে রাঙামাটিতে বাংলাদেশ আহালে সুন্নাত ওয়ালে জামাত, গাউছিয়া কমিটি ও আন্জুমানে রাহমানিয়া কমপ্লেক্সের যৌথ উদ্যোগে জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা সদরের বিভিন্ন এলাকার খানকা ও মসজিদ থেকে হাজার হাজার সুন্নী মুসলমানের কন্ঠে ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ ধ্বনি নিয়ে বাদ জুমা রিজার্ভ বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়।
পরে বাদ জুমা রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রতি সম্মান প্রদর্শন পূর্বক ইসলামী সংগীত পরিবেশনাসহ নানা শ্লোগানে এক বর্ণাঢ্য জশনে জুলুছ মিছিল শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বনরুপা মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়। জশনে জুলুস শেষে বনরুপা মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী চিন্তাবিদ ও রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব নজরূল ইসলাম নঈমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা শফিউল ইসলাম আল কাদেরী, কাঠাঁলতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ সিকান্দর হুসেন রিজভি। মোনাজাত পরিচালনা করেন রাঙামাটি সিনিয়ম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুল আলম হেজাজী।