জশ্‌নে জুলুছ-ঈদে মিলাদুন্নবী (দ.)

452
ছবি- শামীমুল আহসান

ঢাকা ব্যুরো- ১৩ ডিসেম্বর, দৈনিক রাঙামাটি: বিশ্বমানবতার মুক্তিদূত নবীকুল শিরোমণি রাসুলে করিম (স.)জন্ম দি উপলক্ষ্যে রাজধানীতে সকাল ১০টায় জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) করে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া। দরবার শরীফের বর্তমান ইমাম শাহ্সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী নেতৃত্বে ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে জশনে জুলুস হয়। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) বের হয়ে জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড়, কাকরাইল হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শান্তি মহাসমাবেশে মিলিত হয়। কলেমা তৈয়াবা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং নানা ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সারাদেশ থেকে আগতরা জশনে জুলুসে অংশ নেন। নারায়ে তাকবির, নারায়ে রেসালাত ও গাউসিয়তের ধ্বনিতে প্রকম্পিত হয় চারদিক।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো অফিস।