বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি সেক্টরের পুস্পস্তবক অর্পণ

686

॥ স্টাফ রিপোর্টার ॥
মহান স্বাধীনতা সংগ্রামে আত্মাৎসর্গকারী শহীদ বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসে রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম পিএসসির নেতৃত্বে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ নানিয়ারচরের বুড়িঘাটে অবস্থিত বীরশ্রেষ্ঠএর সমাধীতে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় বিজিবির একটি সুসজ্জিত দল স্মৃতিসৌধে গার্ড অব অনার প্রদান করেন। অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল ইসলাম, কাপ্তাই ১৯ বিজিবি লে. কর্নেল আশফাকুর রাহাত সিদ্দিকিসহ বিভিন্নস্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি সুত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কর্নেল মো. আশরাফুল ইসলাম, রাঙামাটি সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্বভার গ্রহণের পর বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর সমাধির সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন করে কাপ্তাই ১৯ বিজিবি।

এ ছাড়া সমাধিস্থলের মাস্টার প্লান হিসাবে সীমান্ত আর্কাইভ, রির্সোট, টয়লেট ক্যাফেটরিয়াসহ সৌন্দার্য বর্ধিত করণে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে সঙ্গে নিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন। উক্ত সমাধী স্থান রক্ষনাবেক্ষনের জন্য ২ জন লোক নিয়োগ এবং তাদের বেতন ভাতাদি প্রদানসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করেন।