॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ গ্রেপ্তার করার প্রতিবাদে উপজাতি সন্ত্রাসীরা মঙ্গলবার বিকেলে লক্ষীছড়ি বাজার এলাকার বাঙালীদের উপর অতর্কিত হামলা চালায়।
এতে ব্যবসায়ী মোঃ শাজাহানসহ ১০-১২ জন আহত হয়। আহত শাজাহানের বাড়ি উপজেলার বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
এ ঘটনার পর এক বিবৃতিতে পার্বত্য নাগরিক পরিষদ, সমঅধিকার আন্দোলন, গন পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালী ছাত্র ঐক্য পরিষদ, সমঅধিকার ছাত্র আন্দোলনের নেতারা জানান, সমস্ত পার্বত্য বাসীদের নিয়ে আমরাই উপজাতি সন্ত্রীসীদের নির্মূলে আন্দোলনে নামবো।
এ ব্যাপারে লক্ষীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ফোনে যোগাযোগ করলে তিনি জানানন, কিছু উপজাতীয় লোকজন সুপার জ্যোতি চাকমাকে অস্ত্রসহ গ্রেপ্তার করার প্রতিবাদে মিছিল নিয়ে উপজেলা বাজারের দিকে আসতে চাইলে পুলিশসহ আইন শৃংখলা রাক্ষাকারী বাহিনীর সদস্যরা বাঁধা প্রদান করায় বড় ধরণের কোন ঘটনা ঘটেনি বলে তিনি জানান।