দূর্গম জুড়াছড়ি’র উন্নয়নে সহযোগিতার প্রসার বাড়ানো হবে

341


॥ জুড়াছড়ি প্রতিনিধি ॥

অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হায়দার চৌধুরী বলেছেন, পিছিয়ে পড়া দুর্গম জুড়াছড়ি উপজেলার উন্নয়নে সহযোগিতার প্রসার বাড়ানো হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবগত করা হবে বলে তিনি জানান।

উপজেলা বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, হাসপাতালের ব্যবস্থাপনা উন্নয়ন ও ভবন নির্মাণের দাবি পূরণ করা হবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। এ ব্যাপারে সরকারকে অবগত করা হবে।

সচিব বলেন, আমি অত্যন্ত খুশি যে, সীমান্তবর্তী দুমদুইম্যা এলাকা হতে উপজেলা সদরে এসে উন্নয়ন মেলায় অংশগ্রহণ করার জন্য।

মঙ্গলবার সকালে উপজেলার উন্নয়ন মেলা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্য সচিব এসব কথা বলেন।

উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এবং মোরশেদুল আলমের সঞ্চালনায় এ মেলায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান ,১নং জুড়াছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যানন চাকমা, ৪নং ইউনিয়নের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, ২নং ইউনিয়নের চেয়ারম্যান সন্তুষ বিকাশ চাকমা, বিপাশ খীসা প্রমুখ।