রাজস্থলীতে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন

490


॥ রাজস্থলী প্রতিনিধি ॥

বুধবার দুপুর “টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ করবে বিশ্ব জয়” এই স্লোগানকে ধারণ করে রাজস্থলী উপজেলা মাঠ প্রাঙ্গনে ৩দিন ব্যাপী উন্নয়ন সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লীজা খাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা।

তিনি বলেন, সমতলের ন্যায় পাহাড়ের উন্নয়নে সরকার সমানতালে কাজ করছে। পার্বত্য অঞ্চলকে বাদ দিয়ে দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়।

এমডিজি ডেভলপমেন্ট গোল্ড অর্জনে বিশ্বের মধ্যে রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সর্বস্থরের জনসাধারণ ঐক্যবদ্ধ থাকলে ২০৩০ সালের মধ্যে এসডিজি সাইটেনেবল ডেভলপমেন্ট বাস্তবায়ন সম্ভব্ হবে।

টেকসই উন্নয়ন অগ্রযাত্রাকে সফল করতে সরকারের বিভিন্ন বিভাগকে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। রাজস্থলী উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগ ও ইউনিয়ন পরিষদের সহ ২০টি স্টল স্থান পেয়েছে।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য চানমনি তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ এসএম মাহবুবুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান, ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান উথান মারমা, থানা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা প্রমুখ।

মেলায় সর্বশ্রেষ্ট স্টল হিসেবে পুরুষ্কৃত লাভ করেছেন, উপজেলা কৃষি অফিস , পুরষ্কার গ্রহণ করেন কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান। সর্বশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে ৩দিন ব্যাপী মেলা সম্পন্ন হয়।