সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিতসহ ৫ দফা দাবিতে চট্টগ্রাম নগরীতে পিসিপি’র মিছিল-সমাবেশ

395

স্টাফ রিপোর্ট- ১৭ ফেব্রুয়ারি ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেবল ৫টি ভাষায় (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও মুনিপুরী) প্রাক-প্রাথমিক শিক্ষা চালু যথেষ্ট নয়, সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ পিসিপি’র ৫ দফা দাবির পূর্ণ বাস্তবায়নের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির  উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় মোড় থেকে বর্ণমালা মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাব, ডিসি হিল ঘুরে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।

এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমার সঞ্চালনায় উক্ত ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহসভাপতি বিপুল চাকমা। বক্তব্য রাখেন, পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (গণতান্ত্রিক বিপ্লবী জোট) নগর তথ্য প্রচার সম্পাদক কাজী আরমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) নগর সভাপতি শওকত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমির উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন পিসিপি’র সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যসিং মারমা প্রমূখ।

বক্তারা ৫টি ভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা চালু যথেষ্ট নয় মন্তব্য করে অবিলম্বে সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার অধিকার প্রদানসহ পিসিপি’র শিক্ষা সংক্রান্তা ৫ দফা দাবিনামা পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।