সর্বক্ষেত্রে বাঙালিদের সাংবিধানিক অধিকারের দাবিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ বিক্ষোভ সমাবেশ

616

স্টাফ রিপোর্ট- ১ মার্চ ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): রাঙ্গামাটিতে মোডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য বাঙ্গালী কোটার দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ।

গত ২৮ ফেব্রুয়ারী ২০১৭ সকাল ১১টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য বাঙ্গালী কোটার দাবীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ  রাঙ্গামাটি  জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য বাঙালি কোটা চালু, বিতর্কিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন ২০১৬ অবিলম্বে বাতিল করা, ৩ পার্বত্য জেলায় অব্যাহত চাঁদাবাজি বন্ধ করা, অবৈধ অস্র উদ্ধার, ২০১৭ সালের এস এস সি পরীক্ষায়  সংবিধান বিরোধী আদিবাসী শব্দ ব্যবহার কারী শিক্ষকের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করা, নানিয়ার চরে বাঙালিদের মাল ভর্তি ট্রাকে আগুন এবং ক্ষতিগ্র¯’ ব্যবসায়ীদের ক্ষতিপূরণসহ পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে পার্বত্য নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার আহবায়িকা বেগম নুরজাহানের নেতৃত্ত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে আয়োজি সমাবেশে বক্তব্য রাখেন, মো: আলমগীর, জেলা সেক্রেটারী মো: জাহাঙ্গীর আলম।

অন্য দিকে খাগড়াছড়ি জেলাতে একই দাবীতে ছাত্র নেতা মহিউদ্দিন এবং নজরুল ইসলাম মাসুদের নেতৃত্তে একটি বিক্ষোভ মিছিল  সদর জেলার শহর এর ভিভিন্ন স্থান প্রদক্ষিন একটি সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় এর ভর্তিতে একপেশে উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করা এবং চাকুরীর নিয়োগে জনসংখ্যার আনুপাতিক হারে সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালীদের নিয়োগের দাবীতে তিন পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। দাবী আদায়ের লক্ষ্যে নেতৃবৃন্দ বলেন, এর পরেও দাবী আদায় না হলে কঠোর আন্দোলন ডাক দেয়া হবে।

 পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।