রাঙামাটিতে নানা কর্মসূচিতে পুলিশ মেমোরিয়াল ডে পালন

636

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে পেশাগত দ্বায়িত্ব পালনকালে যে সমস্থ পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে রাঙামাটিতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। বুধবার(০১ মার্চ) দুপুরে রাঙামাটি সুখী নীলগঞ্জের পুলিশ লাইন্সে এ ডে পালন করা হয়।

এদিন নিহত পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা জানানো হয়। সেই সাথে নিহত পুলিশদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।

এসময় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শহিদ উল্লাহ, সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল)আসলাম ইকবালসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।