স্টাফ রিপোর্ট- ৪ মার্চ ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): রাঙ্গামাটি মেডিকেল কলেজ এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও ভর্তিতে পার্বত্য কোটা চালু, বিতর্কিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন- ২০১৬ অবিলম্বে বাতিল করাসহ পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নিয়মিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৬ মার্চ রাঙ্গামাটি পার্বত্য জেলায় সর্বাত্মক সকাল-সন্ধ্যা হরতাল পালন করার জন্য রাঙ্গামাটির সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আজ এক বিবৃতিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব শাব্বির আহম্মদ, রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, সিনিয়র সহসভাপতি মো: নজরুল ইসলাম, সহসভাপতি মো: হানিফ, মো: সোহেল, যুগ্ম সম্পাদক মো আবছার, এহসানুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, অর্থ সম্পাদক তোফায়েল আহম্মদ, রাঙ্গামাটি কলেজ কমিটির সভাপতি মো: নজরুল ইসলাম আহ্বান জানিয়েছেন।
এছাড়াও নেতৃবৃন্দ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামসুজ্জামানি বাপ্পীকে বহিস্কার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বহিস্কার আদেশ প্রত্যাহার করার জোর দাবী জানিয়েছেন।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।