স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় রাঙামাটি’র ১ম বর্ষ পূর্তি: শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

474

স্টাফ রিপোর্ট- ৫ মার্চ ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): রাঙামাটির অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় রাঙামাটি’ ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পরিচালিত প্রিয় রাঙ্গামাটি বৈকালিক বিদ্যালয়ের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। তাদের অনুষ্ঠানমালায় সকাল ১০টায় কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বার্ণাঢ্য একটি র‌্যালী নিয়ে শহরের গুত্বরুপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়। বিকাল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিষ্টিটিউট মিলনায়তনে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সামাজিক সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

প্রিয় রাঙ্গামাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এন.কে.এম মুন্না তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও জেলা পরিষদের সদস্য হাজী মো: মুছা মাতব্বর। বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র মো: জামাল উদ্দীন, শিশু নিকেতন অধ্যক্ষ মো: মোস্তফা কামাল, দৈনিক পার্বত্য চট্টগ্রাম বার্তা সম্পাদক মো: ইয়াছিন রানা সোহেল। অনুষ্ঠানে সঞ্চলনা করেন, ওমর ফারুক সুজন ও সালমা আক্তার। বক্তব্য রাখেন, প্রিয় রাঙ্গামাটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জোহরা রেশমী, ড. নিশু সাহা (জীবন), রুপেশ বড়–য়া (ইয়ূথ)। অনুষ্ঠানে রাঙামাটির বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো: মুছা মাতব্বর বলেন, প্রিয় রাঙামাটি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কার্যক্রমের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন।
পরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও বিভিন্ন কলেজে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ সমাজ সেবায় অবদান রাখায় সামাজিক সংগঠন জীবন, ইয়ূথ, আলিঙ্গন, গ্লোবাল ভিলেজ ও বিভিন্ন সমাজ সেবকদের সম্মাননা প্রদান করা হয়। শেষ কেক কাটার মাধ্যমে ১ম বর্ষপুর্তি উদ্যাপন করা হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান. ঢাকা ব্যুরো প্রধান।