ইউপিডিএফ’র বৈসাবি শুভেচ্ছা: তিন দিন সরকারি ছুটির দাবি

1251

স্টাফ রিপোর্ট- ১২ এপ্রিল ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি):  ঐতিহ্যবাহী সর্ববৃহৎ সামাজিক উৎসব বৈসাবি (বৈসুক-সাংগ্রাই-বিঝু-বিষু-বিহু) প্রাক্কালে আজ ১১ এপ্রিল মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বার্তায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সভাপতি প্রসিত খীসা ও সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের অধিবাসী ও প্রবাসী ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানানোর পাশাপাশি দীঘিনালায় বৈসাবির আনুষ্ঠানিকতা বর্জনের কর্মসূচির প্রতি সমর্থন করেছেন । নেতৃবৃন্দ মানিকছড়িতে বৈসাবি র‌্যালিতে সেনা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ইউপিডিএফ নেতৃদ্বয় পার্বত্য চট্টগ্রামবাসীর সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান রেখে এ অঞ্চলের সর্ববৃহৎ সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে তিন দিন সরকারি ছুটি ঘোষণাসহ পার্বত্য চট্টগ্রামের বাইরে কর্মরত সরকারি-আধা সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীদের বিশেষ বন্দোবস্তের মাধ্যমে ছুটি-ভাতা ও পরীক্ষার রুটিন নির্ধারণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান । ছবি- সংগ্রহিত