লংগদুতে যুবলীগ নেতা নয়ন হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন-ভিক্ষোভ মিছিল, সমাবেশ

510

স্টাফ রিপোর্ট- ৭ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি:  আজ সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লারে সামনের সড়কে রাঙামাটির লংগদুতে- ১ জুন যুবলীগ নেতা, মোটর সাইকেল চালক নূরুল ইসলাম নয়নের হত্যার প্রতিবাদে ও ২ জুন এ হত্যা কান্ডকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে সংগঠিত উপজাতীয়দের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনার সুষ্ঠ তদন্তের দাবিতে আলাদা দুটি মানববন্ধন, প্রতিবাদ-সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামের বাঙালি সম্প্রদায়। মানববন্ধনে সংগঠনগুলো প্রায় দুই শতাধিক লোকের সমাগম ঘটায়।

বক্তারা দাবি করেন, যুবলীগ নেতা নয়নের হত্যা কান্ডকে ধামাচাপা দেয়ার জন্যই জেএসএস ও ইউপিডিএফ বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এটি তাদের পুরোনো আভ্যাস। আর এখন এর দায় বাঙালিদের উপর চাপিয়ে দিয়ে লংগদু থানার নিরিহ বাঙালিদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

প্রথমে সকাল ১০টায় ‘পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন, পার্বত্য গণ পরিষদ ও পর্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ’ এ মানববন্ধন করে। পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলম খান, পর্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের খগড়াছড়ি জেলা সমন্নায়ক গোলাম মোর্শেদ।

পরে বেলা ১১.৩০টায় একই স্থানে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ মানববন্ধন, প্রতিবাদ- সমাবেশ ও ভিক্ষোভ মিছিল করেছে। এতে প্রধান অতিথি ছিলেন’ পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: আলকাছ আলমামুন ভূঁইয়া, বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের রাঙামাটি জেলা আহ্বায়ক বেগম নূরজাহান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বর্তমান কেন্দ্রীয় আহবায়ক মো: আবদুল হামিদ রানা, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের  ঢাকা মহানগর কমিটির সভাপতি সাহাদাৎ ফরাজি সাকিব প্রমুখ।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান