রুমায় কফি ও নার্সারি ব্যবস্থাপনার বিষয়ক দু’দিন প্রশিক্ষণ কর্মশালা

599

॥ রুমা প্রতিনিধি ॥

বান্দরবান  জেলা পরিষদের হিমালিকা‘র আয়োজনে রুমা উপজেলায় বাণিজ্যিকভাবে কফি চাষ ও নার্সারি ব্যবস্থাপনার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার  সকালে উপজেলা সদর ইউনিয়ন মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমা শৈবং।
তিনি বলেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রচেষ্টায় রুমা উপজেলায় আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পর্যটন

উন্নয়ন ও বিকাশ ঘটাতে হিমালিকা কাজ করছে। স্থানীয়দের কাছে আয়-বর্ধন মূলক কফি চাষ নতুন হতে পারে। তবে এটি পর্যটন এলাকার জন্য কফি চাষ নতুন ধারায় আয়ের একটি উৎস হবে। তাই মনোযোগ সহকারে অংশ নিতে প্রশিক্ষণার্থীদের আহবান জানান ইউপি চেয়ারম্যান শৈমং মারমা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা ও নর্দ ইন‘র প্রশিক্ষণ কর্মকর্তা তৈদুরাম ত্রিপুরা ও হিমালিকার টুরিজম অ্যান্ড মোবাইলাইজেশন কর্মকর্তা খেমাজন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

বক্তব্য পরবর্তী বেথেল পাড়া কফিচাষ কল্যাণ সমিতির ৩০জনকে নিয়ে কফি চাষের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণটি ১১ জুলাই শেষ হবে।