জুরাছড়িতে বাল্য বিবাহ নিরোধ কল্পে আলোচনা সভা

523

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥

জুরাছড়ি উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমার পরিচালনায় বুধবার সকালে বাল্য  বিবাহ নিরোধ কল্পে আলোচনা সভায় অংশগ্রহণ করেন,জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান উদয়জয় চাকমা,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মৈদং ইউপি চেয়ারম্যান সাধনান্দ চাকমা,দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা থানা এবং শিক্ষক প্রতিনিধি,স্থানীয় ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরী বাল্য বিবাহ নিরোধ বিষয়ে সরকারের আইনের দিকগুলো ব্যাখা করেন এবং বাল্য বিবাহ কুফল সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান উদয়জয় চাকমা বলেন,কিছু কিছু এলাকায় বিগত সময়ে বাল্য বিবাহ সংগঠিত হয়।তাই আইনের প্রতি সম্মান রেখে আমাদের জুরাছড়ি উপজেলাকে যাহাতে বাল্য বিবাহ মুক্ত করা যায়, সেজন্য সমাজের সকল স্থরের জনগণকে একযোগে কাজ করার জন্য আহব্বান জানান।