রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়িস্থ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ চত্ত্বর এলাকা থেকে ৯৩ লিটার চোলাই মদ, চট্টগ্রাম- থ ১২-৪৩৭০ নাম্বারের একটি সিএনজিসহ (অটোরিক্সা) জাকির হোসেন (২৫) এবং আব্দুল মান্নান (২১) নামের দুই যুবক-কে আটক করেছে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বুধবার মানিকছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) ইউসুফ এবং উপ- সহকারী পরিদর্শক (এএসআই) মহিউদ্দীনের নেতৃত্বে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) লিমন বোস আটককৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, জাকির ও মান্নান রাঙামাটি শহরের কেইল্ল্যামুড়া এলাকা থেকে ৯৩ লিটার চোলাই মদ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য সিএনজি যোগে যাত্রা করে।
সকালে মানিকছড়ি পুলিশ ফাড়িঁ দায়িত্বে থাকা এ এসআই ইউসুফ এবং এএসআই মহিউদ্দীন অটোরিক্সাটিকে সন্দেহ হলে আটক করে। এসময় অটোরিক্সার ভিতর থেকে ৯৩ লিটার চোলাই মদ, অটোরিক্সাসহ দুই যুবক-কে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এসব চোলাই মদের মূল্য স্থানীয় বাজার ধরে আনুমানিক ১৫-২০হাজার টাকা।