বরকল উপজেলা পরিষদের সম্প্রসারিত চার তলা নতুন ভবনের কাজ শুরু

533

॥ বরকল প্রতিনিধি ॥

 রাঙামাটির বরকল উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ২০১৬-২০১৭ অর্থ বছরে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন চার তলা ভবন নিমার্নের কাজ শুরু করা হয়েছে। উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্র জানায়- উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪কোটি ৩৯লক্ষ ৫০ হাজার ৯শ৮৭ টাকা। মেসার্স লুম্বিনী এন্টার প্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ভবন নিমার্নের কাজটি শুরু করেছে। ঠিকাদার চিরঞ্জীব চাকমা জানান- আগামী এক বছরের মধ্যে কাজটি শেষ করা হবে।

বৃহষ্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান শ্রীমতি মণি চাকমা নতুন ভবনের নিমার্ণ কাজের শুভ উদ্ভোধন করেন। উদ্ভোধন কালে তিনি বলেন- নতুন এ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনটি নিমির্ত হলে সরকারি বিভিন্ন দপ্তরের সংকট যেমনি দুর হবে তেমনি দাপ্তরিক কর্মকান্ডে গতিশীলতা ফিরে আসবে।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত প্রকৌশলী এসএম মাহবুবুর রহমান বলেন- দুগর্ম উপজেলায় এটি প্রথম সরকারি বড় স্থাপনা নিমির্ত হচ্ছে। এর আগে বরকলে চারতলা ভবন করা হয়নি। এটি নিমার্ণ করা হলে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমে অগ্রগতি আসবে। পাহাড়ের চুড়ায় এ চার তলা ভবনটি নিমির্ত হলে পর্যটকদের আকর্ষণ করবে।

উদ্ভোধনের সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কার্যালয়ের প্রতিনিধি প্রকৌশলী মোঃ আবুল হায়াত,এলজিইডি চট্টগ্রাম তত্ত্বাবধায়ক প্রকৌশলীর প্রতিনিধি প্রকৌশলী নাজিম উদ্দিন নিবার্হী প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ শহিদ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা ঠিকাদার বিনয় চাকমা সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।