জেলা পরিষদের উদ্যোগে জুরাছড়িতে ঈদ পুণর্মিলনী

387

স্টাফরিপোর্ট- ২৩ জুন ২০১৮, দৈনিক রাঙামাটি:  রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে শুক্রবার জুরাছড়ি উপজেলায় জেলা পরিষদ বিশ্রামাগাড়ে ঈদ পুনর্মিলণী উপলক্ষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়। প্রীতি ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল কেএম ওবায়দুল হক পিএসসি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী,ভাইস চেয়ারম্যান রিটন চাকমা প্রমুখ।

প্রথমে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান প্রর্বতক চাকমা ও সাবেক ইউপি চেয়ারম্যান চারুবিকাশ চাকমা। প্রীতি ভোজ অনুষ্ঠানে জুরাছড়ি জোন কমান্ডার বলেন,এ রকম অনুষ্ঠানের মাধ্যেমে একে অপরের প্রতি সহমর্মিতা বাড়ায়। তাই এলাকায় উন্নয়নের ক্ষেত্রে সকলকে এক যোগে কাজ করার অনুরোধ করেন। অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা অসুস্থতা থাকার কারনে উপস্থিত থাকতে না পেরে আগত অতিথিদের মাঝে দুঃখ প্রকাশ করেছেন জ্ঞানমিত্র চাকমা।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান