কাউখালীতে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু

434

কাউখালী প্রতিনিধি- ২৫ জুন ২০১৮, দৈনিক রাঙামাটি:  রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় সোমবার (২৫জুন) হতে চার ইউনিয়নের জাতীয় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, কাউখালী উপজেলার চারটি ইউয়িনের মধ্যে ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন এলাকার জন্য ২৫জুন হতে ৩০ জুন পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে, ২নং ফটিকছড়ি ইউনিয়ন এলাকার জন্য ১লা জুলাই হতে ৩জুলাই পর্যন্ত বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ ও উপজেলা সার্ভার স্টেশন, ৩নং ঘাগড়া ইউনিয়ন এলাকার জন্য  ৪ জুলাই হতে ১১জুলাই পর্যন্ত উপজেলা সার্ভার স্টেশন ও ঘাগড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ৪নং কলমপতি ইউনিয়ন এলাকার জন্য ১৪ই জুলাই হতে ১৭ই জুলাই পর্যন্ত পোয়াপাড়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে জাতীয় পরিচয় পত্র র্স্মাট কার্ড  বিতরণের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। মোট ৪১৬৮টি স্মার্ট জাতীয় পরিচয পত্র উপজেলার ৪টি ইউনিয়নে ভোটারদের  মাঝে বিতরণ করবেন বলে উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়।

সোমবার সকাল ১০টায় বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে জাতীয় স্মার্ট কার্ড বিতরন কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এম, জহিরুল হায়াত। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংচা প্রæ চৌধুরী, কাউখালী থানার অফিসার ইনচার্য মোঃ কবির হোসেন, বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খইচাবাই তালুকদার, বেতবুনিয়া মডেল ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ সামশুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার অজয় চক্রবর্তী সহ ইউপি মেম্বার,স্থানীয় জনসাধারন বৃন্দ।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।