কাউখালীতে ভিটামিন এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের এ্যাডভোকেসী সভা

381
॥ কাউখালী প্রতিনিধি ॥

কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এক এ্যাডভোকেসী সভা সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুইমি প্রু রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় প্রধান াতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমচৌধুরী (চৌচামং)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা।

এ্যাডভোকেসী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) অফিসার বিধুরন্জন চাকমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, সুর্য্যরে হাসি ক্লিনিক ম্যানেজার বাবুল দেওয়ানজি, আরএইচস্টেপ এনজিও প্রতিনিধি রাজিব বিশ্বাস, শ্যামল রোয়াজা সহ আরো অনেকে। আলোচনা সভা সঞ্চালনা করেন, ছিলেন উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক তারাকেশ্বর ভট্টাচার্য।

আগামী ১৪জুলাই  শনিবার সরকারের স্বাস্থ্য বিভাগ ঘোষিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইনে ৬-১১মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল,১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল সারদেশব্যাপি খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়।